ঝরা পাতাগুলি

Tuesday, March 04, 2008

চলে যাও সুখে থাকো আমার ঈশ্বর

অনেকখানি ছন্দপতন দৃষ্টিপাতে
ভুলের মায়ায় জড়িয়ে যাচ্ছে রাতবিরেতের স্বপ্নদাগ আর অচেনা মুখ
নরম আলোর আলতো গালে ছুঁয়েছে হাত, আনমনা হাত,
আঙুল গলে আঁজলা চুঁয়ে দুচার ফোঁটা স্মৃতির - ছোটোবেলার শিশির -
আলোর সাথে খেলতে খেলতে মিলিয়ে যাচ্ছে স্বপ্ন ভেঙে উঠতে উঠতে মিলিয়ে যাচ্ছে
বড় হওয়ার গলির গায়ে একলা অবহেলায় - গাঢ় ধূপের গন্ধে
সিক্ত ফুলের পাশে নিপাট অসহ্য শ্বেত চাদর - সাদা চাদর - তুলো
চন্দন আর সাদা চাদর মায়ায় ভুলে লুটিয়ে থাকা চুলের পাশে
কি প্রশান্ত ছন্দপতন , বেঁচে থাকায় বড় হওয়ায়
উলের সাথে চুলের মতো জড়িয়ে যাওয়া বেদনাদাগ, স্বপ্নে , একা
বৃষ্টিবিকেল আঁজলা বেয়ে বয়ে চলা শৈশবীদিন
গলার কাছে ভারি বেকুব অন্ধ এসব ছন্দপতন
জলের রঙে গুলতে গুলতে বিদায় নিচ্ছে - বিদায় আমার ছেলেবেলার
আলোর বিকেল আদিগন্ত সৌরপ্রপাত বিদায় আমার, ও দেবতা ! রূপোলি ঈশ্বর

( কারো স্মৃতিমেদুর কান্নার অক্ষরে আঙুল ভিজিয়ে এই লেখা, আমার নয়, এই অশ্রু তোর কাছে .... )

=======================================
এক বোন-বন্ধুর ব্লগে তার দাদুর মৃত্যুসংবাদের সাশ্রু স্মৃতিচারণ পড়ে লেখা বলে একান্ত ব্যক্তিগত অনুভূতিক্ষরণ হিসেবেই এটাকে দেখি আমি, তবে শেষ পর্যন্ত সব কবিতাই তো ঐ - অর্থাৎ, ব্যক্তিগত অনুভূতিক্ষরণ।