ঝরা পাতাগুলি

Wednesday, June 07, 2006

সোমনাথ


" ........... এটাই আমার নাম
জানি কোনোদিন ডাকবে না তুমি তবুও বলে দিলাম
........... এরই নাম জীবন
তেমন কিছুই পাবোনা জেনেও বেঁচে থাকা প্রাণপন
........... এটুকুই হল সুখ
গ্লানিময় দিনে বৃষ্টির মতো কোনো বন্ধুর মুখ "

                                                           -- সুমন চট্টোপাধ্যায় (কবীর সুমন) 


2 comments:

Tareq Nurul Hasan said...

অন্য ব্যকগ্রাউন্ড লাগাও। এটায় আমার কপিরাইট আছে! :-)

Hasan said...

chhoto ebong subdar... dibbi laglo kobita ta..