ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



      রক্ত কিংবা কবিতা বিষয়ক .


সব রক্ত মেঘ থেকে ঝরে পড়ে গোধূলীর রঙে .....

যেসব রক্তের বিন্দু পেশী চুঁয়ে ঘাম হয়ে
     কাঠফাটা রোদেলা সিঁড়িতে রেখে পা
এদেশের প্রতি জনপদে
     মানুষের নুন-দেনা শোধ করে ফিরে গেছে জলজন্মে তারা প্রত্যেকে
                    কোনো কোনো দিন
মেঘ থেকে পুনর্বার ঝরে পড়ে গোধূলীর রঙে।

আর যে যে রক্তবিন্দু আতপ্ত সীসায় কিংবা ধারালো ইস্পাতে
শিরা বা ধমনী ছিঁড়ে তাৎক্ষণিক অকস্মাৎ
               নদীজন্মে মাটি চেটে চেটে
ধরিত্রীর স্তনগর্ভে ফিরে গেছে তারাও সকলে
        নতুন ধানের বুকে দুধ হয়ে ফিরে আসে নবান্নের মাসে
  তারাও সমস্ত নুন সমুদ্রকে ফেরত দিয়েছে।

     শুধু যারা জিভের কৃপায়
বিষাক্ত ছোবলে নীল, চোখ থেকে টুপ্‌ করে খসে পড়ে মাঝরাতে
     অক্ষরের অবয়বে শব্দের দীর্ঘ করতলে
তারাই কবিতা হয়, কারো দৃষ্টিপাতে
      জ্বলে ওঠে ধোঁয়াজন্ম নেয়
পোড়া দাগে বেঁচে থাকে সমস্ত জীবন,
কারো চোখে আরেকবার লবণাক্ত ঋণ হয়ে গলতে থাকে আকন্যাকুমারী ....

No comments: