ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



অ্যায় আজনবী 


পৃথিবীর শেষ আবরণটাও উড়ে যাবে প্রবল হাওয়ায়
দু ফোঁটা বৃষ্টির জল মিশে যাবে স্বাদে বিস্বাদে
রেডিওতে বেজে উঠবে ট্রেনের চলার শব্দ, প্ল্যাটফর্ম কেঁপে ওঠা সিটি,
স্মৃতি জুড়ে উড়তে থাকবে মায়াবী কালো চাদর -- চোখ -- দুটো ভীতু-পাখি-চোখ !!
দুহাতে চায়ের ভাঁড়; গুঁড়ো জল চুলে মেখে চলে গেল সোনারঙ মেয়ে
বাতাসে সে পিছুফেরা ভেসে থাকে - ভাসে আজীবন
ট্রেন চলে যায় ...
                বার বার প্রতি জন্মে ট্রেন চলে যায় ......
অ্যায় আজনবী .... আর সূর্য-চাঁদ খসতে থাকে গুলজারের হাতে.....

No comments: