ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013

তারপর




ধরে নাও বেঁচে থাকাও এমন অবিশ্বাসী -
কারো চোখ স্নান সেরেছে চিলেকোঠায় একা
স্বপ্নের রাজকুমারের আপত্তিকর হাত
আজ তার কুমারী ঋণ ছুঁয়েছে জোর করে

কার্নিসে উড়তে থাকে ডায়রিজীবন-কুঁচি
দেশলাই স্বপ্ন পোড়ায়, পোড়ায় অবুঝ সাধ
মেয়ে তোর ভিজে হাসির সিঞ্জিনি যন্ত্রণায়
বিষন্ন মেঘলা আকাশ রক্ত মেখে চুপ

ধরে নাও বেঁচে থাকাও এমন অপ্রার্থিব
স্নানান্তে জিন্‌স ছেড়ে তোর শাড়ির অহঙ্কার
খালি পা"য় ভিজে উঠোন পেরিয়ে, সান্ধ্যদীপ
জ্বালাচ্ছে আকাঙ্খাহীন শুদ্ধ স্নিগ্ধতায়।

No comments: