ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



গুরুচণ্ডা৯


কারোর আকাশ নীল ঘননীল
          কারোর আকাশ কালো
কারোর আকাশ অন্ধকারে
          আলোর সাদা ঝালর।
কেউ আকাশে বেউলো বাজায়
          কারোর হতে কী-বোর্ড,
কেউ খেতে চায় চিকেন কাবাব
          কেউ "রবি" তেই বিভোর।
কারোর আকাশ কোডের রাজ্যে
          কুমীরডাঙার কি সুখ,
কেউ বিয়ারে কুলকুচি দেয়
          কারুর অসুখ বিসুখ।
আই. আই. টি য়ান সবার পাতেই
          অঢেল পানুর স্টক যে
তাই বলে কি বলব অমি
          আঙুর মানেই টক  হে .....!
কেউ ভ্যাঙাচ্ছে, প্যানপ্যানাচ্ছে,
          কেউ চালাচ্ছে কুস্তি
কেউ প্রবন্ধ, কেউ বা গুচ্ছ
          পদ্য লিখছে সুস্থির।
কারোর আকাশ মোটকা কিতাব
          কারোর আকাশ অঙ্ক
কারোর আকাশ পাহাড় চড়া,
          প্রদর্শনী, অঙ্কন।
আকাশ আমার পছন্দ নয়
          আকাশ বড়ই ন্যাংটো
কোট-প্যন্ট-বুট-টাই নেই তাই
          আমার এ সিদ্ধান্ত।
আমার মুক্তি ছেলের পাশে,
          রান্নাঘরে, ছাতে
স্বামীর ছোঁয়ায়, জয়-পিনাকী,
          গীতবিতান হাতে।
আকাশ হাসে আকাশ বলে
          সেই সেখানে, তুই ও,
বাবলী নামের ছোট্ট মেয়ে,
          গয়নানিহীন। দুয়ো !

No comments: