ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



ওদেশে রাত এখন এদেশে সূর্য


অচেনা মানসীর অদেখা রূপায়ন অধোচেনা কথার মায়াকাহন
যে এসে ডেকে যায় বিনীত আবদারে পুরোনো স্মৃতিচিরে কথকতায়
ঢেকে রেখে রক্ত মুছে নিয়ে চশমা শানিয়ে অভিমানী আষাঢ় মাস
রাতজাগা তৃষ্ণা গ্লানিভেজা পদ্য "আখরে ভাষা দাও মহানুভব"
এইভাবে খিন্ন ডাক দিয়ে নিজেকে পদাতিক পেনটা অসাবধানে
জিভথেকে ছাড়িয়ে শ্লীলতার মোড়কে মুড়ে ফেলে ফের সে লিখতে বসে
রক্তাক্ত লেখা উন্মত্ত বাণী শেষ তিক্ততায় অহর্নিশ
দাড়ি টানতে চায় ফিরে আসতে চায় ভালো বাসবে কাকে জানতে চায়
এ লেখা বাস্তব - অতিবাস্তব বা অবাস্তব আমি তা জানি না
ললিত ক্ষণ-জিভ ফেলে আস্তাকুঁড়ে প্যাড পড়ছে রাজা নামবে ক্রিজে।

No comments: