ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



শোধ


পোড়া দাগ দেখাতে পারি না।
সমস্ত যন্ত্রণা, স্মৃতি- রক্তমাখা, নীল!
ফেলে গেছ চাবি, যার ফিরতের অনুপুঙ্খে তৃষ্ণাতুর ডাক .......
বন্ধ দরজার সামনে অপেক্ষায় তুমি, পিছে অন্ধকার ঘর
চাবি আমি ফিরাতে এসেছি
হাতে রেখে চলে আসা যেত,
অযথা স্বেচ্ছায় তবু তালাখানি আমিই খুললাম
দেড় বছরের জমা যন্ত্রণা-স্মৃতি-রক্ত-নীল
সময়ে মোচড় দিয়ে আমিই খুললাম
অন্ধকার ঘরে তুমি আলো জ্বালিয়েছো, চোখে আমন্ত্রণী হাসি
এ বিবর্ণ অ্যালবাম সামান্য মোচড়ে ফের আমিই খুললাম
পোড়া দাগ দেখানোর নয়
সমস্ত বিষাক্ত দাঁত নির্মম কামড়গুলি প্রত্যাহার করে
সিল্যুয়েটে হতবাক তোমাকে  মর্মরে গেঁথে যেভাবে হেসেছি
যেভাবে ফুটপাথ ঘেঁষে ছিঁড়ে যাচ্ছি একা
                         এভাবেও ফিরে আসা যায়।

No comments: