ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013

আলভিদা 




চলে যাওয়া সোজা খুব ভুলে থাকা কঠিন অনেক
কিলোমিটারের চোখে মায়ার আদর মাখা ক্ষোভ
অভিমানী টায়ারের দাগ - দলা দলা ধোঁয়া পিছুটান
দুখানি আসন্নগর্ভা আঁখিপল্লব
দূরত্ব জ্যামিতি মেপে সূক্ষ্মতায় মুছে নিল মেঘাটন মনভার স্মৃতি
চোখে চোখ খুনসুটি পুনর্জন্মে ডায়রিপাতায়
লতাপাতা কুমারীত্বে বুনে রাখা রেণু রেণু ইচ্ছেপালক
শয্যাপ্রান্তে একাকীত্বে, জোনাকী শরীর আনচান
ঘুম কেড়ে নেয়
মন ভালো নেই, মনখারাপেরা ভালো নেই
দৃড়বদ্ধ মুঠি গলে গুঁড়ো গুঁড়ো অর্বাচীণ পল অনুপল
ঝরে যাচ্ছে ল্যাপটপের LCD স্ক্রীণে .....

No comments: