ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013

লাল আলোর জীবন




এত       লাল চোখ এত লজ্জা
এত       বোতল গড়ানো মেঝেতে
কাকে     চোদ্দ বছরে বিক্রি
কেউ -    "দোষ কারো নয় কপালের"


কেন      ফুলের বাজারে দালালি
খোলা     দরজার ঘরে সঙ্গম
যত       পালাতে চাইছে কিশোরী
তাকে     দেখতেই হবে সিনেমা


মিছে     অন্ধকারের অপমান
এরা      খোলা রাস্তায় নামলেও
আজো    কন্যাসমাকে ছাড়েনা
ভিড়      বাস ট্রেনে হয় ডাকাতি -


কারো     যৌবন কারো মানিব্যাগ।
সবই     লোভনীয় সবই ঝাড়া যায়
শুধু       চাই নিলজ্জ কলজে
আর      জিভে বাস করা শয়তান।


যারা      শরীর বেচলে টাকা পায়
পায়      মিনিমাগনায় ডাক্তার
তারা     ইচ্ছের বশ দাদাদের
গৃহমন্ত্রীর  মুফ্‌ত ভোগ্য


      যখন শিশুটা কাঁদছে
      শরীরে তখন বিষদাঁত
      জানোয়ার ছিঁড়ে খাচ্ছে
      দেহের প্রতিটি রোমকূপ
              

      ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক
      কাস্টমারকে খুঁজছে
      এক চোখ বোজা ইশারা
      শিস মেরে গান গাইছে


      মুখে সস্তার সিগারেট
      শাড়ি ব্লাউজের আড়ালে
      নগ্ন মেয়েটা দাঁড়িয়ে
      বাকি বাড়িভাড়া গুনছে।


      ট্রাফিকের লাল সিগনাল.....
      পুলিশের হাত ছুঁয়ে যায়
      চামেলী সিনেমা পোস্টার
      করিনা কাপুরও বেশ্যা !!


        সন্তান যেই ঘুমিয়ে
        ছেড়া শাড়িটাই জড়িয়ে
        সেও নেমে এল রাস্তায়
ওকে    দেখে এরা আরো সরে যায়।


ওরা     চারজন, পাশে একা এ
মাঝে    বেশ খানিকটা ব্যবধান
ওরা     রঙচঙে ওরা সাবলীল
এর     রেট কম দেহ ময়লা


    রাস্তার ধারে পাঁচজন
ওরা    শরীর বেচতে নেমেছে
    অর্থনীতির নিয়মেই
কিছু    দূরত্ব আছে মধ্যে,

আর    গাড়িতে বাইকে খুঁজছে
       এর খদ্দের ওর খদ্দের।

No comments: