ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013

বন্যা কিংবা ....


জল নয় একে ঠিক জল বলা চলেনা
এর সাথে মিশে আছে নর্দমার পাঁক,
মানুষের বমি, জন্তুর মল, শবদেহ নির্যাস।

স্কুলবাড়ি-ছাদে জমেছে পুরুষ রমণী
একটিমাত্র হাত ছাড়া বাকি শিশু ভেসে গেছে যার
সেই হাতটাও এখুনি জলে সে হতভাগিনীটি ভাসালো.....

ঘোলা জল দুর্গন্ধের এই নরকে
স্বামীকন্যা হারিয়ে যে নির্বাক, অদূরে
ভেসে যায় তার স্বামীর লুঙ্গী মেয়ের উলঙ্গ দেহ।

বান নয় একে বন্যা বললে ভুল হবে।
ফুলে পঁচে ভেসে ওঠা নারীবক্ষ ঠোকরাচ্ছে কাক-
এর মাঝে কোনো পলিমাটি বোনা চাষাবাদ শোভা নেই।

বাচ্চারা শুধু খিদে ছাড়া কিছু বোঝেনা বলেই কাঁদছে
সর্বস্বান্ত চোখগুলোয় রিলিফনৌকো হেলিকপ্টার আশা
বিধানসভায় তর্ক চলছে এ বন্যাজল সরকারী নাকি প্রাকৃতিক!

উদ্ধার কাজ শেষ হলে রিলিফ নৌকাওলারা মাঠে
ক্ষণস্থায়ী উনুন আর ত্রিপলের তাবুর কল্যাণে
ত্রাণ বিলি ছলে ছোঁয় অনাথার স্তন যোনি অক্লেশে!

ত্রাণ নয় একে ঠিক ত্রাণ বলে ডিফাইন করা যাবে না এটাতো স্বার্থ
রিলিফফাণ্ডের যত ত্রাণকার্যে যায় তার অনেকটা বেশি গেলে মন্ত্রী
যারা জল ভাঙে তারাও "পার্টির ক্যাডার-হায়ার্কি", "সম্বলহীন অনাথা যুবতী"-লোভী।

তবেকি কোথাও আলো নেই কোনো ! অন্ধকারের সন্তানরাই রাজগদি অভিষিক্ত?
এ নিভৃত রাতে, কাল হাফ-ইয়ার্লি যার, কেন অশ্রুসিক্ত দাঁড় টানে সে, চোঙা ফোঁকে - "কে আছো কোথায়!!"
কেন তবে মেয়ে নিজের সবচে" প্রিয় খেলনাটা ধূলিমাঠে নেমে দিয়ে আসে জলশিশুকে পরম মমতায় !

No comments: