ঝরা পাতাগুলি

Tuesday, September 24, 2013

"Vaada" -র extract 



সেই দুটো ঝুলে থাকা পা
বিস্রস্ত শাড়ির আঁচল
মাটি থেকে দুহাত উপরে

সেই দুটো ঠিকরে আসা চোখ
অনেকটা লম্বা হওয়া গ্রীবা
এত লম্বা উগরে আসা জিভ
টানটান পায়ের আঙুল

ক্যাসেটে সুইসাইড নোট
"আমি শুধু তোমারি ছিলাম
আর যত ভুল বোঝাবুঝি -
দেখা বা শোনার অভিশাপ"

তারপরে কঠিন শপথ
স্ব-ইচ্ছায় অন্ধ করা চোখ
সময় আর ইতিহাস ঘেটে
খুঁড়ে চলা সাড়ে তিনহাত

চোর খুনী শয়তান যে নামে ই হোক
নিষ্ঠুর ক্ষমাহীন হাতে
ওকে ওই কবরে শোয়াবো

No comments: