ঝরা পাতাগুলি

Tuesday, September 24, 2013

দত্তবাড়ির ছেলেটিকে


জ্বলে যাচ্ছে চোখ আর পুড়ে যাচ্ছে স্মৃতি
গুলিবিদ্ধ শব কাঁধে ছুটেছে সন্ন্যাসী
লোলুপ স্বদন্তে ঘেরা অমাবস্যা রাত
শিরায় সীসার বিষ চোঁয়াচ্ছে নিয়ত

জটামধ্যে উঁকি মারে গোক্ষুরের ফণা
চুষে নিচ্ছে বিষ যত লাল হচ্ছে মাটি
কাঁটামধ্যে ছুঁটে যাচ্ছে ঘন হচ্ছে বন
মেঘ ঢাকছে ঋষিদের ক্ষত ঢাকছে ক্ষত

গলে উঠছে শব যত পঁচে উঠছে কাঁধ
শতাব্দীর পুঁতিগন্ধে বিষাক্ত বাতাস
খসে পড়ছে মাংস তাই অস্থি ওঠে জ্বলে
পিপাসার্ত জঙ্গলে কি ক্ষুব্ধ দাবানল

জ্বলে উঠচ্ছে বৃক্ষসারী পুড়ে যাচ্ছে পাপ
অগ্নিস্নাত শুদ্ধ হল নষ্ট ধাত্রীশব
রক্ত রক্ত ভস্ম মেখে ছুটেছে সন্ন্যাসী
পরণে কৌপিন জিভে বেদন্তের বাণী।
 

No comments: