ঝরা পাতাগুলি

Tuesday, September 24, 2013

১৫-ই আগস্ট, ২০০৪


সকাল থেকেই তার স্মৃতিপটে, ঘোলাটে চশমায়
জ্বলন্ত ঘরবাড়ি, ফতিমার নগ্ন ছিন্ন লাশ,
মশজিদ পাড়ার সেই রক্তমাখা লেন বাইলেন।

স্ট্রান্ড রোডে ভিক্ষাপ্রার্থী খোঁড়া আজিম ভাই,
সাতান্ন বছর পর আজো কিন্তু তেমনি নির্ভুল,
জাতীয় সঙ্গীত শুনে দেওয়ালে দু হাত রেখে
উঠে দাঁড়ালেন।

No comments: