স্মৃতিজল ১
অনামিকার যে তিল ছুঁয়ে দুপুর চিলেকোঠার ঘরে "আদিখ্যেতা"
সেই আঙুলের সুবর্ণময় নক্ষত্রের টুকরো প্রভা
কি সাবধানে আড়াল রাখে কিশোরী দিন!
পার্টি দিনের অ্যারিস্টক্র্যাট জিন কনিয়াক
স্লিভলেস আর প্রশস্তিময় চুলের স্টাইল
মুছিয়ে দেবে এলোচুলে আম কুড়োনোর চৈতী বিকেল বিন আয়াসে।
রুজের প্রলেপ, আইলাইনার, মাশকারা আর ফরাসী সেন্ট
দর্পী গ্রীবায় প্রশ্রয়াকুল মাতাল পরুষ
....
আত্মবিভা উপভোগের এই সারারাত
একবারও কি মনে পড়ল পুকুরপারে সন্ধ্যাকিশোর
কি দীনতায় দু হাত পেতে –
"ভিক্ষা ছিল স্পর্শ সাহস" ?
চোখের পলক আলতো ছুঁয়ে
শ্বাস ভরে নেয় চুলের সুবাস,
দুচোখ বোঁজা সমর্পণের সব শিহরণ আশঙ্কাকে মিথ্যে করে
আকাশকাঁপা বৃষ্টিতে তোর একলা ভেজা!
সেই পলায়ন, সেই ভীরুতায় এতই কি তোর ঘেন্না মেয়ে
এমন প্রখর আলোর রাতেও রুমালখুঁটের চুমায় মুছিস ঝাপ্সে আসা দৃষ্টি
প্রদীপ!
No comments:
Post a Comment