ঝরা পাতাগুলি

Tuesday, October 01, 2013



 স্মৃতিজল ২





কালো কালো গুমড়ে থাকা অচেনা মনখারাপ
সারা বিকেল মেঘলা রাখে আমার আকাশ
আনমনে তোমার কথা ভাবতে গিয়ে
অবকাশে আনছি ডেকে কি সর্বনাশ।
এখন আর ঘুম হবেনা চোখ বুঁজলেই তোমার স্মৃতি
বিশ্বাস ভাঙার আগেই ভাবলে হত,
আজকে তো সবকিছু শেষ, সময়ের বন্ধন ও নেই
তবু কেন ভিজছে দুগাল অনবরত!
সেদিনের তোমার দুচোখ আর্তি ভরা
ক্ষনিকের স্পর্শ চেয়ে ব্যাকুল দুহাত......
আমরা তো পণ করিনি অজীবন থাকব সাথে
তবে কেন খুঁজছে তোমায় রাত জাগা রাত?
হতে পারে অন্য কিছু - ফ্রয়েডীয় মনোবিকলন,
বাউলের শরীরক্ষুধা, আঁতেলের দু:খবিলাস ....

     - যত বেশী মুখ লুকোবার মুখোশ খোঁজো
       তত গুরু পঁচবে তোমার শ্বাস- প্রশ্বাস
       তার চেয়ে স্বীকার কর, তুমিও বাসতে ভালো,
       হৃদয়ে ঘর তুমি ও বানিয়েছিলে
       সে ঘরে ডাকতে তাকে তাকে তোমারই হয়নি সাহস,
       খামোখা সময় কে দোষ লাগিয়ে দিলে!

- সে ও কিছু বললো না যে! চুপ করে দাঁড়িয়ে ছিল!
     - তোমার ই হাত বাড়াবার অপেক্ষাতে

- আঁধারে হারিয়ে গেল সময়ের বাঁক ছাড়িয়ে!
     - আশ্রয় দাওনি তুমিই দৃষ্টিপাতে।

- এতটাই পলকা ছিল আস্থার নির্ভরতা
  সব কথা শব্দ খুঁজে বলতে হবে!
     - না বললে এমনি ভাবেই ফুসফুসে মেঘ ঘনাবে
       কুয়াশায় চোখের পাতা ঝাপসা হবে।।

No comments: