আমি
প্রতিটি চুম্বনস্মৃতি ক্ষতচিহ্ন গাঢ় করে তোলে
প্রত্যেক বর্ষণরাত্রি ছিঁড়ে ফেলে নিদ্রা অভিলাস
অন্ধকারে উড়ে যায় নতমুখ তোমার চাহনি
পুনর্বার অবিশ্রান্ত ভালোলাগা চোখে ভর করে।
এতদূরে আছো তবু এত লাল তোমার দু ঠোট
অমাবস্যা ডেকে আনে একইভাবে তোমার শ্রাবণ
স্পর্শ শিহরণ আজো মাথা কোটে ধমণী-শিরায়
আমার নিসঙ্গ রাতে তোমার আকাঙ্ক্ষা জেগে থাকে।
অসম্ভব অসম্ভব তবু মন মানতে চাইছে না
শিউরে ওঠে সর্বনাশ - তুমি একা? এখন একা তুমি?
স্নান করছো? ভেজা চুল? গালে গলায় জলবিন্দু লেগে ?
আমি কাঙালের মতো শুষে নিচ্ছি রাত্রের স্নিগ্ধতা
বিছানা নরম একই? নীলাভ সে মায়াময় আলো?
শ্বেতশুভ্র কোমলতায় সামুদ্রিক অবগাহী টান
অলীক সুখের স্রোতে ভেসে যাওয়া পূবালী হাওয়ায়
সেই অন্ধ নিমজ্জন - সেই শীর্ষ আত্মসমর্পণ
অনন্ত বিক্ষিপ্ত রাত কষ্ট তীব্র কষ্ট তীব্র আ: .....
ছিন্ন ভিন্ন অন্ধকার শ্বাস-প্রশ্বাস - শ্বাস-প্রশ্বাস - শ্বাস
-
মরুঝড় - ভূমিকম্প - উল্কাপাত - অগ্নিগিরি - লাভা .....
একা নদী স্থির জল স্পন্দহীন স্তব্ধ চরাচর
তুমি আছো বহুদূরে আমি একা বিনিদ্র শয্যায়
জেগে আছে রাতফুল ঘুমিয়ে পড়েছে কামনারা।
No comments:
Post a Comment