ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



কিং কং


টবে লাগিয়েছিলে পাহাড়ি ফুল
ডিস্কো থেক্‌ দিলে গ্রাম্য পা"য়
রঙের উচ্ছ্বাস ফ্যাকাসে তাই
ছন্দ ভেঙে তার অবাক নাচ

ব্যঙ্গে বিস্ময়ে বাক্যহীন
ছুঁয়ে দেখেছে কারো আলাপী স্বর
মাল্টিন্যাশনালে বেঁধে রাখো
বাটিতে মাইনের ভেজা ছোলা

ঘনিষ্ঠতা দাও মিনিস্কার্ট
গাড়ি বা অফিসের তুখোর পোস্ট
দুচোখ অনিকেত, দুপায়ে খোঁজ
শিশিরস্নাত ভোরে গোয়ালঘর

যে টুকু মায়া আছে যে পিছুটান
জনক জননীর মলিন স্বর
প্রিয়ার টেলিফোনে বাড়ানো হাত
ছোটোভাইয়ের গলা ক্যালিডোস্কোপ

সেটাও মুছে নিলে, সভ্যতা,
তোমার কংক্রীট - জঙ্গলের
মউমাটির বিষে ভরে দেবো!
জাগবে শিরা বেয়ে আর্তনাদ

শানাবে রেড অ্যালার্ট জনপদে
নামাবে মিলিটারি অসংযম
শিকড় ছিঁড়ে গেছে বিপ্লবীর
ছিন্নমূল ওকে ভয় করো।

বারুদ চোখে, জিভে চকমকি,
প্রবঞ্চনা চেখে নীল শরীর
প্রতিশোধের জ্বালা ধমনীতে
পারবে! পারো যদি মেরে ফ্যলো !

মুখোশে মোড়া তোর অহঙ্কার
রক্তবীজে ছেয়ে মরে যাবো
ফের টবে লাগালে পাহাড়ি ফুল
ডিস্কো থেক্‌ দিলে গ্রাম্য পা

No comments: