ঝরা পাতাগুলি

Tuesday, October 01, 2013



ডাক


একলা বিষন্ন আমি বসে আছি চিলেকোঠা ঘরে।
অদূরে কোথাও যেন বাউলের একতারা বাজে।
    চাইলেই উঠে যেতে পারি
    চাইলেই ভেসে যেতে পারি
চাইলেই সেই সুর অচিন গহিন কোনো চাবি
    আমার এ-হাতে দিতে রাজি,
    যদি, একবার উঠে যেতে পারি।

তবুও উদাস আমি, বসে আছি কলমে আঙুল
খাতা খোলা, পাতা খোলা - পাতায় নির্মম রেখা জাগে।
নিদাঘ দ্বিপ্রহরে সে আমাকে অভ্রান্ত ডেকে গেছে,
শুনেছি, অথচ সাড়া দেওয়া হয়ে ওঠেনি এখনো।
শুধু, খাতার পাতায় ক্রমে ভেসে ওঠে অনাদি বাউল,
অনুভূতি ভাষা পায় - পারিপার্শ্ব উত্তপ্ত রোদ্দুর।
পাতা যেন কেঁপে ওঠে - বেজে ওঠে ধ্রুব একতারা !!

কবে মহাকাল? কবে, তুমি ফের পাঠাবে ইশারা?

No comments: