ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



এখনো ফেরেনি


হাতে হাত রেখে শুয়ে আছে কিছু রাস্তা
বড় চুপচাপ;
এই শহরে
দ্বিপ্রহরে
কিছু নি:সঙ্গতা হেঁটে যায়
কিছু বাস, মিনিবাস ক্লান্তির মতো ছুটে যায়
টার্মিনাসে।
কেউ কাঁদছে
ভর দুপুরের আলো ঝাঁপানো গলির প্রান্তে
কোনো জানলায়
খুব ইচ্ছে করছে জানতে, কার জন্যে?
আর, উপোসী হাওয়ারা ঘুরছে
ধূলো উড়ছে
হাওয়া আরো জোরে জোরে ঘুরছে ....

কারো ফেরবার কথা ছিল, সে এখনো ফেরেনি।

1 comment:

কুন্তল‏ - from প্লানেট আর্থ said...

জানি, আছে সবাই নিকটে, আছে তেমনি করে,
শুধু দেখা হয়না এখন !
শ্লেটের লেখার মতো মুছে গেছে প্রিয়জন,
বন্ধুজন, নারী...
যে ছিলো চোখের জল, আমার ঘড়ির সঙ্গে যার
ঘড়ি মিলতো বাস স্টপে -
না-লেখা গল্পের কিছু পৃষ্ঠা কোনো চিলেকোঠা
সিঁড়ির তলায় খোয়া গেছে,
শঙ্খচিল আকাশের নীচে মাশুলবিহীন চিঠি,
লজ্জাহর প্রথম চুম্বন...
আমি বড় মূর্খ,
আমি নিরন্তর বিদায় বুঝিনি ।।