ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



ওগো কবি


এ কোন লেখায় রক্ত ঝরালে তুমি
একোন কলমে ভরেছো হিয়ার ক্ষত
তোমার কবিতা মহাকাশ ফুঁড়ে উঠে
আমার চেতনা খুঁড়ে চলে অবিরত

এ কোন দেখায় আবীর ঝরালে ওগো
একোন আঁখিতে ছুঁয়েছো সত্তা মোর
যতবার তুমি চোখ তুলে তাকিয়েছো
গোলাপে গোলাপে ভরে গেছে অন্তর

এ কোন স্পর্শে স্বপ্ন সাজালে কবি?
এ কোন আঙুলে এত যাদু রেখেছিলে
আলগোছে ছোঁয়া বোধহয় কলম নিতে
সারারাত আমি পুড়েছি যে তিলে তিলে

এ কোন কথায় ঘটালে বিস্ফোরণ
এ কোন অধরে জমানো ছিল বারুদ
সংস্কারের ইমারত ধ্বসিয়েছো
সামলিয়ে রেখো প্রতিক্রিয়ার সূদ

এ কোন আকাশে হুতাশন জ্বালিয়েছো
এ কোন তারাকে বানিয়েছো চকমকি
স্ফুলিঙ্গ থেকে দাবানল পেতে চাও!
সাধারণ-এ-মেয়ে এতখানি শক্ত কি?

এ কোন মাটিতে জন্ম নিয়েছো তুমি
এ কোন শিকড়ে তোমার অঙ্গীকার
তোমার চলার পথের বাঁকেই আমি
আঁচলে নিয়েছি ঘাম মোছাবার ভার।

No comments: