ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



তবে কি?


তোমার চোখেও কুয়াশা রয়েছে লেগে
তোমারো চিবুকে শিশিরের ভেজা দাগ
অগোছালো কথা স্মৃতি থেকে উঠে এলে
তোমারো গলায় আটকিয়ে থাকে ব্যথা

তুমিও একলা, আমিতো একাই থাকি
স্মৃতি ভেজা পথে আলগোছে আনাগোনা
দুখানি জীবন যারা ছিল কাছাকাছি
আজ অলক্ষ্যে শাখা সিঁদূরের বেড়া

আঠাশে মে নাকি একুশে ডিসেম্বর
জন্ম নিয়েই সংশয় রয়ে গেছে
কি করে সে বল তোমার আকুল প্রেম
স্বীকার করবে পারিপার্শ্বিক ভুলে?

তোমার তো জানি প্রেমিক রয়েছে এক
তবু কেন এই আকুলতা-কাতরতা
কেন বাহুডোরে ধরা দাও বারে বারে
কেন এ অধরে অবুঝ নিমজ্জন

আমি কি কখনো দাবি করেছি ও হাত?
আমি কি সজোরে ছিনিয়ে নিয়েছি মন?
কথার মায়ায়, মায়াবী দৃষ্টি হেনে
আমি কি তোমায় ভুলিয়ে দিয়েছি পথ?

তবে কেন এই একা থাকা, একা চলা
কুয়াশা-শিশিরে ঝাপ্‌সা দৃষ্টি আজ
বাষ্প জমেছে কণ্ঠনালীর ভাঁজে
আমি কি তাহলে ভালবেসেছিরে তোকে?

No comments: