ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013



বিবাহবার্ষিকী ± কয়েক বছর


বিপন্ন সময়ের গায়ে বিষাদের কালশিরা আঁকা
দুঠোঁটের অবকাশে পুঁড়ে যাচ্ছে মনখারাপেরা
বাঁহাতে বাইকের চাবি, বুকপকেটে ছুটির টিকিট
একদিন টিউশনি না করলে কি হত তোমার !

ঝিরিঝিরি ভেসে যাচ্ছি যুঁইফুলে রজনীগন্ধায়
নীল-সাদা বেডশীটে খেলা করছে পূর্নিমা চাঁদ
স্নানসেরে রাত্রিবেশে খোলাচুলে অবাধ্য শাসন
এগিয়ে অনিন্দ্য ছন্দে শুঁষে নিলে আমার চন্দন।

ব্রেকফাস্ট কোথায় গেল! প্রতিদিন দেরি করে দাও!
পুপুর স্কুলে তুমিই যেও "প্যারেন্টস ডে" তে অফিস ছুটি নাকি?
রাত্রে খেয়ে শুয়ে পড়ো, পার্টি আছে ফিরতে দেরি হবে।
পরশু হয়ত আরেকবার জেনিভায় যেতে হতে পারে।

পাংশু হেমন্ত বিকেল স্মৃতিকষ্টে ভারাক্রান্ত রোদ
আঁখিপল্লবের স্পর্শে কুয়াশায় ঝাপসা হচ্ছে কাঁচ
সুইজারল্যাণ্ড থেকে নাতনির ই-কার্ড এসেছে।

এখন প্রদোষকাল, প্রায় অন্ধকার -
তোমার ছবির সামনে আরো একটা ধূপ জ্বালালাম।

No comments: